ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫৩ ভোটে জয়-পরাজয়, দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
৫৩ ভোটে জয়-পরাজয়, দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার ছয় নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত দুইজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার হয়ে যাওয়া ইউপি নির্বাচনে বুল্লার ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আইয়ুব আলী। তার চেয়ে ৫৩ ভোট কম অর্থাৎ ৩২০ ভোট পেয়ে পরাজিত হন ফয়েজুর রহমান।

ফল ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। পরে সোমবার রাতে বিজয় মিছিল বের করেন আইয়ুব আলীর সমর্থকেরা। এ সময় পরাজিত ফয়েজুর রহমানের সমর্থকদের সঙ্গে মিছিলকারীদের ঝগড়া হয় ও এক পর্যায়ে দুই পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয়পক্ষের আহত ২৫ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য থানায় মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।