ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই বেড়েছে: ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই বেড়েছে: ডিবি

ঢাকা: করোনার প্রাদুর্ভাব পরবর্তী সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্প্রতি চুরি ও ছিনতাই বেড়ে গেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।

হাফিজ আক্তার বলেন, রাজধানীতে করোনায় অনেক দিন সবকিছু বন্ধ থাকার কারণে হঠাৎ করেই জনসমাগম বেড়ে গেছে। মানুষের চলাচল বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে। এর সঙ্গে সঙ্গে ছিনতাই বেড়ে গেছে, এটা অস্বীকার করার কিছু নেই। অনেক জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।  

বাসা-বাড়ি ও মার্কেটের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগালে ছিনতাই ও চুরির ঘটনা কমে আসবে। আমরা ডিএমপি থেকেও ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি।  

তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটলেই ডিবি চেষ্টা করে ঘটনার শনাক্ত করতে। আগের চেয়ে ডিবি অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে সক্ষমতা ও ডাটা এনালাইসিস কার্যক্রম বৃদ্ধি করেছে। যখনই ঘটনা ঘটে তৎক্ষনাৎ যদি স্থানীয় থানায় কিংবা ডিবিতে জানানো হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ছিনতাই বেশি হলেও আমরা সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।