ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার ...

ঢাকা: গাজীপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

গ্রেফতার হওয়া মাদক বিক্রেতারা হলেন মো. সাইফুল ইসলাম (২৩), মো. ফয়সাল (২২) ও মো. স্বপন মিয়া (৩৫)।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকার কেআরসি সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১টি পিকআপ ভ্যানে গাঁজা নিয়ে গাজীপুরের জয়দেবপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, ১টি পিকআপ ভ্যান, নগদ ১৪ হাজার ১৬০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এছাড়াও র‍্যাব-১ এর অপর ২টি অভিযানে ২০০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার টাকাসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

‌বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।