ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

ঝিনাইদহ: ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান বিশ্বাস (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন  আরও ৮ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত হারান বিশ্বাস ওই উপজেলার কৃত্তিনগর আবাসনের বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

স্থানীয়রা জানায়, উপজেলার সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে কাতলাগাড়ী বাজারে মামুনের এক সমর্থকের সঙ্গে টিপুর সমর্থকের বাগ-বিতণ্ডা হয়। এ নিয়ে পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে বসে বিষয়টি মীমাংসা হলেও সন্ধ্যার পর দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারান বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। হারান বিশ্বাস নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে জানা যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।