ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোংলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
মোংলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আলপনা গোলদার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 আলপনা গোলদার মোংলা উপজেলার আমড়াতলা এলাকার আসিফ গোলদারের মেয়ে।

জানা যায়, বিকেলে ইজিবাইকে করে দাদির সঙ্গে আমড়াতলা থেকে হলদিবুনিয়া যাচ্ছিল আলপনা। পথে পৌর এলাকার হাজিপাড়া সড়কে আলপনার গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে তার শ্বাসরোধ হয়ে যায়। দ্রুত ইজিবাইক ঘুরিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  
 
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।