ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিকাব লাউঞ্জে বঙ্গবন্ধুর ছবি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ডিকাব লাউঞ্জে বঙ্গবন্ধুর ছবি ডিকাব লাউঞ্জে বঙ্গবন্ধুর ছবি

ঢাকা: প্রতিষ্ঠার ২৩ বছর পর ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিকাব লাউঞ্জে এ ছবি টানানো হয়।

বৃহস্পতিবার ডিকাবের ২০২২ সালের নতুন কার্য নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নতুন কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের নেতৃত্ব লাউঞ্জে ছবি টানানো হয়।

২০২১ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ডিকাব নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস সভাপতি ও ইউএনবির একেএম মঈনুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ছবি টানানোর সময় উপস্থিত ছিলেন- ডিকাবের সহ-সভাপতি বাংলানিউজ২৪.কমের কূটনৈতিক প্রতিবেদক তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ স্পাইস টিভির প্রধান প্রতিবেদক এহসান জুয়েল ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য বিএসএসয়ের কূটনৈতিক প্রতিবেদক তানজিম আনোয়ার, বার্তা টুয়েন্টিফোর ডট কমের স্পেশাল করেসপন্ডেন্ট খুররম জামান, দৈনিক সময়ের আলোর কূটনৈতিক প্রতিবেদক এমএকে জিলানী, চ্যানেল২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোর্শেদ হাসিব হাসান, দৈনিক জবাবদিহির কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৬ মার্চ ডিকাব প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।