ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীর নতুন ডিসি আবু কায়সার খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
রাজবাড়ীর নতুন ডিসি আবু কায়সার খান আবু কায়সার খান

রাজবাড়ী: রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে।

অন্যদিকে, বর্তমান ডিসি দিলসাদ বেগমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজবাড়ী জেলা ছাড়াও বুধবার আরও ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।  

জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, পিরোজপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।