ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের আশারিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ইউনিয়নের শহরগোপিনপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪৫) এবং শোলাকুড়া গ্রামের মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২৫)।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বাংলানিউজকে জানান, বিকেলে ফরিদ ও আসাদুল মোটরসাইকেল নিয়ে সাগরদিঘীর দেওপাড়া একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।