ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগে যুবকের মরদেহ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
তুরাগে যুবকের মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার তুরাগ এলাকায় নুরে আলম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকায় তার মরদেহটি আনা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের তুরাগ থানার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরে আলম আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মাটির মসজিদ এলাকার মৃত হাজী হুমায়ুনের ছেলে।

নুরে আলমের ছোটো ভাই বলেন, গত রাত ১টার দিকে কেউ একজন ফোন করে ভাইকে আশুলিয়ার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ভোর ৪টার দিকে ফোন আসে নুরা মারা গেছে। রাস্তায় পড়ে আছে। পরে আমরা তুরাগ থানায় যাই।

এ বিষয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বাংলানিউজকে বলেন, আমি রাতের ডিউটিতে ছিলাম৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের শরীর ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা পার হওয়ার সময় কোনো অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।