ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমনওয়েলথ গেমস: ঢাকায় কুইন্স ব্যাটন উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
কমনওয়েলথ গেমস: ঢাকায় কুইন্স ব্যাটন উদযাপন

ঢাকা: ২২তম কমনওয়েলথ গেমস সামনে রেখে কুইন্স ব্যাটনের ঢাকা পরিভ্রমণ উপলক্ষে এক অনুষ্ঠান উদযাপিত হয়েছে৷

শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি
ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশে কুইন্স ব্যাটনকে স্বাগত জানান। একইসঙ্গে আগামী কমনওয়েলথ গেমসে বাংলাদেশের জন্য শুভ কামনা করেন।

শ্রীলঙ্কা থেকে ০৬ জানুয়ারি কুইন্স ব্যাটন ঢাকায় পৌঁছে। যুক্তরাজ্যের বার্মিংহামে আগামী ২৮ জুলাই থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস। এরই অংশ হিসেবে ব্রিটিশ রাণীর বার্তা নিয়ে কমনওয়েলথভুক্ত দেশ পরিভ্রমণের অংশ হিসেবে কুইন্স ব্যাটনটি বাংলাদেশ সফরে এসেছে।

শুক্রবার সকাল ১০টার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়ে যাওয়া হয় ব্যাটনটি। সবশেষ শনিবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অলিম্পিক ভবনে আনা হবে রাণীর বার্তাবাহক কুইন্স ব্যাটন।  

কমনওয়েলথভুক্ত ৭২টি দেশ ও অঞ্চলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অংশ হিসেবে কুইন্স ব্যাটন র‌্যালিটি বিশেষ ভূমিকা পালন করে। গত বছর ০৭ অক্টোবর বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় বার্মিংহাম ২০২২ গেমসের ব্যাটন র‌্যালি।   

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।