ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে আতশবাজিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
যাত্রাবাড়ীতে আতশবাজিসহ আটক ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন হাজার ১৭২ পিস আতশবাজিসহ দিন ইসলাম সাকিব (১৯) নামের এক তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (৭ জানুয়ারি) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তিন হাজার ১৭২ পিস আতশবাজিসহ ওই তরুণকে আটক করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিলেন।

আটক সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।