ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাইকসহ কড়ই গাছে ধাক্কা খেয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বাইকসহ কড়ই গাছে ধাক্কা খেয়ে কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তন্ময় আহমেদ (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় আহমেদ ঝিনাইদহ জেলার চন্দোআলি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন তন্ময়। পথে আটমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে কড়ই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান তন্ময়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।