নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জুবায়ের হাসান নামে ৮ মাসের এক শিশুকে অপহরণ করা হয়েছে।
পাশের রুমের ভাড়াটিয়া দম্পতি কোলে নিয়ে হাঁটাহাঁটির কথা বলে শিশুটিকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১০ জানুয়ারি) রাতে মাসদাইর বেকারির মোড় এলাকার মুক্তিযোদ্ধা সুলতান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী নজরুল ও রেশমা দম্পতির ছেলে।
রেশমা জানান, রাত ৭টার সময় তার শিশু পুত্র জুবায়ের কান্না করছিল। এসময় তাদের পাশের রুমের ভাড়াটিয়া রংমিস্ত্রী জাহাঙ্গীর ও তার স্ত্রী এসে হাঁটাহাঁটি করার কথা বলে জুবায়েরকে কোলে নিয়ে বাসার বাহিরে যায়। রাত ১০টায় তারা বাসায় ফিরে না আসায় তারা তাদের খুঁজতে বের হয়। এরমধ্যে তাদের মোবাইলে ফোন করে জুবায়েরের মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করেন। তখন তারা দাবির টাকা দিতে চাইলেও জাহাঙ্গীর তাদের ঘুরাতে থাকে। এক পর্যায়ে বিষয়টি পুলিশকে জানায় তারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে গুরুত্ব দিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনএইচআর