ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বসুন্ধরার কম্বল পেল শীতার্ত মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বগুড়ায় বসুন্ধরার কম্বল পেল শীতার্ত মানুষ

বগুড়া: দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বগুড়ায় কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে সদর ও শাজাহানপুর উপজেলায় ১ হাজার কম্বল বিতরণ করা হয়।

বগুড়া জিলা স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায়-দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

বগুড়া জেলায় ২ দিন ব্যাপী এ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান প্রদত্ত কম্বল ২ হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে।

বগুড়া জিলা স্কুল মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফি, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কালের কণ্ঠ শুভ সংঘর পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশার, নিউজ টুয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, সাংবাদিক প্রদীপ মোহন্ত, কবি ও লেখক ইসলাম রফিক, দিলবর রহমান বাদশা, শুভ সংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ প্রমুখ।

কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় শীতবস্ত্র দেওয়া হচ্ছে। জেলায় ২ হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
কেইউএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।