ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রেস্টুরেন্টে খেতে দেখাতে হবে করোনা সনদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
রেস্টুরেন্টে খেতে দেখাতে হবে করোনা সনদ

ঢাকা: করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ রোধে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

এতে বলা হয়, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে গত ৩ জানুয়ারি সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে হোটেল-রেস্তোরাঁয় খাবার গ্রহণে টিকা সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।