ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কালোবাজারে টিকিট বিক্রি, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
দিনাজপুরে কালোবাজারে টিকিট বিক্রি, গ্রেফতার ১

দিনাজপুর: ব্লাকে (কালোবাজার) টিকিট বিক্রির সময় দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে রাফিউল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জিআর পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে নয়টি আসনের ছয়টি টিকিটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাফিউল ইসলাম দিনাজপুর শহরের বড় গুড়গোলা এলাকার আহসান আলীর ছেলে।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, বিভিন্ন কৌশলে ও অনলাইনে টিকিট কেটে বেশি দামে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন রাফিউল। সোমবার দুপুরে টিকিট বিক্রির জন্য দাম-দর করার সময় তাকে নয়টি আসনের ছয়টি টিকিটসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরো জানান, রাফিউলের নামে দিনাজপুর রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের ২৫ (১) ধারায় একটি মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।