ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টয়লেটে গিয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন কলেজছাত্র!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
টয়লেটে গিয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন কলেজছাত্র!

নওগাঁ: নওগাঁয় নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক কলেজছাত্র।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চকচপাই গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কলেজছাত্র চকচপাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সৈকত ইসলাম (২৫)। তিনি নওগাঁ সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।

ওই যুবকের খালাতো ভাই আরাফাত হোসেন বাংলানিউজকে জানান, সোমবার দুপুর ১টার দিকে সৈকত ইসলামের টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। কিছুক্ষণ পর তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান।

নওগাঁ ২৫০ শয্যা জেলারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা সুলতানা মনিকা জানান, সৈকতের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা খুব গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে সৈকতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বগুড়া থেকেও তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে জানান, বিষয়টি এখনও জানাইনি কেউ। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগও করেনি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।