ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভয়নগরে নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
অভয়নগরে নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা উত্তম সরকার

যশোর: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

 

সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক বাংলানিউজকে বলেন, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উত্তম মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ মাঠে পড়ে রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।