ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৪০০ শীতার্ত মানুষ পেল বসুন্ধরার কম্বল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
খুলনায় ৪০০ শীতার্ত মানুষ পেল বসুন্ধরার কম্বল

খুলনা: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনায় ৪০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার তিনটি স্থানে এ কম্বল বিতরণ করা হয়।

পাইকগাছা পৌরসভা শিববাটী এলাকায় প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

সংসদ সদস্য বাবু বলেন, বাংলাদেশে জলবায়ু দুর্যোগের সবচেয়ে বেশি শিকার খুলনা উপকূলের মানুষ। বিশেষ করে কয়রা-পাইকগাছায় প্রতিবছর নদী ভাঙন, বেড়িবাঁধ ভাঙন, অতি লবণাক্ততার প্রভাব দীর্ঘদিনের সংকট। এ কারণে এ অঞ্চলের অনেক মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করেন। বর্তমান প্রধানমন্ত্রী উপকূলের মানুষের জন্য অবিরত কাজ করছেন। কিন্তু সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠের এই সহযোগিতায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এভাবে সবাইকে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, আশরাফুল ইসলাম সবুজ, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহ-সভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব রহমান, ইউপি সদস্য আব্দুলস্নাহ আল মামুন, ছাত্রনেতা  মীর আল আমিন, মাহবুবুর রহমান নয়ন, এমরানুল কবির নাসিম, মওদুদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।