ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে বিলে নারীর বস্তাবন্দি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
সিংগাইরে বিলে নারীর বস্তাবন্দি মরদেহ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চান্দহর ইউনিয়নে বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৬) বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে ওই ইউনিয়নের ওয়াইজ নগর চকবাড়ী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বাংলানিউজকে জানান, সকালে ওই বিলের পানিতে দুর্গন্ধ ছড়ানো ভাসমান একটি বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি তারা থানায় জানালে ঘটনাস্থল থেকে বস্তাটি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ