ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে তরুণকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
সিলেটে তরুণকে ছুরিকাঘাত ...

সিলেট: সিলেট দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তায়েফ আহমদ (১৭) নামে এক তরুণ।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এটানমি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত তায়েফ নগরের বাগবাড়ির লাল মিয়ার ছেলে। তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের লন্ড্রি ম্যান হিসেবে কাজ করতেন। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসপাতালের রোগীর শয্যার বিছানা চাদর ধুয়ে রোদে দিচ্ছিলেন তায়েফ। এমন সময় ৬ জন কিশোর তার ওপর হামলা করে এবং উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তারা মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যান। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে মেডিক্যাল ক্যাম্পে কর্তব্যরত পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।   

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব বাংলানিউজকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তার দেহে অস্ত্রোপচার হয়েছে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত তায়েফের চাচা ফারুক মিয়া বাংলানিউজকে বলেন, তায়েফকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।