ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলের চালান উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বেনাপোলে ফেনসিডিলের চালান উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুই হাজার ৯৮৮ পিস ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

 

রোববার (১৬ জানুয়ারি) সকালে বেনাপোল এলাকার সাদিপুর সীমান্ত থেকে মাদকের এ চালান জব্দ করা হয়।  

যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে গতিরোধ করা হয়। এসময় তাদের কাছে থাকা বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীকালে বস্তাগুলোর মধ্যে থেকে দুই হাজার ৯৮৮ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।