ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ময়মনসিংহে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের দিঘারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুপুরে দিঘারকান্দা এলাকায় আনুমানিক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।  

ওসি আরও জানান, ওই বৃদ্ধা ভিক্ষুক বলে জানিয়েছেন স্থানীয়রা। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।