ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় রিভলবার-গুলি ও বোমা সদৃশ বস্তু উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
খুলনায় রিভলবার-গুলি ও বোমা সদৃশ বস্তু উদ্ধার

খুলনা: খুলনায় সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত একটি কক্ষ থেকে একটি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে মহানগরের দৌলতপুরের পাবলার বণিকপাড়া মৌচাক টাওয়ার এলাকায় থেকে এসব উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি অচল রিভলবার, ১১ রাউন্ড ড্যাম গুলি ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রিভলবরটি অনেক পুরাতন, মরিচা পড়েছে। ছাত্রাবাসে দুজন ছাত্র থাকে। বোমা সদৃশ বস্তুটির ব্যাপারে জানতে র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের জানানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।