ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহত পাঁচজনের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আমতলা মোড় এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপায় বাসটি। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।