ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার  

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম অপু (৩৫) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড।  

বুধবার (২৬ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও বারুদ উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ি তাজুল ইসলামের ছেলে।  

জানা যায়, দুপুরে সাইফুলকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। বিকেলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন আব্দুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে কমলনগর উপজেলার মতিরহাট এলাকার মেঘনা নদী থেকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র মামলা দিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।