ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় পেছাল উদীচীর ঢাকা মহানগর সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
করোনায় পেছাল উদীচীর ঢাকা মহানগর সম্মেলন

ঢাকা: সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বেড়েই চলেছে।  তাই ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের ত্রয়োদশ সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) উদীচীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি উদীচী ঢাকা মহানগর সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ ঢাকা মহানগর সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই মধ্যে ঢাকা মহানগর সংসদের আওতাভুক্ত ১৪টি শাখার সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি শাখাগুলোর সম্মেলনও শিগগিরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।