ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: ৮৪ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে মো. মাজাহারুল ইসলাম বাবু (২৪) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প।



আটক বাবু পার্শ্ববর্তী নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন খবর পেয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় একটি পিকআপভ্যানসহ মো. মাজাহারুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৮৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।