ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গার্মেন্টকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গার্মেন্টকর্মী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর পাকাপুলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমান (১৭) নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া জীবন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টায় অজ্ঞাত দুর্বৃত্তরা আমানকে পিঠে ছুরিকাঘাত করলে সে স্থানীয় এক ফার্মেসীতে আসে। এসময় স্থানীয় লোকজন আমানের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এমআরপি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।