ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাকিব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাকিব গ্রেফতার গ্রেফতার হুমায়ুন হাছান রাকিব

লক্ষ্মীপুর: মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন হাছান রাকিবকে (৩২) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৯ জানুয়ারি) রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রাকিব রায়পুর পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের কাচারি মোল্লাবাড়ীর আবুল কালাম সুলতানের ছেলে।  

ওসি শিপন বড়ুয়া জানান, ২০১০ সালের ১৯ নভেম্বর ডাকাতি এবং হত্যা ঘটনায় ফেনীর ফুলগাজী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ৩৯৬ পেনাল কোড ধারার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব, (মামলা নম্বর-০৩)। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। তার নামে ফেনীর আদালতকর্তৃক রায়পুর থানায় গ্রেফতারি পরোয়ানা আসে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।