ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

২০ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
২০ কেজি গাঁজাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটকরা হলেন- হক সাহেব (৪৩), মুনছুর আহমেদ (৩০) ও আবুল হাশেম (৪০)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, আটকরা পেশাদার মাদকবিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য এনে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।