ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা মতবিনিময় সভা

ঝালকাঠি: সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকতার জনপ্রতিনিধি  ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী অফিসার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, সরকারি কর্মকতার্-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া তাদের দ্বায়িত্ব।  

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের ছাদ বাগানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।