ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের গোয়েন্দা সদস্যরা (ডিবি)।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন- এফ এম সাজ্জাদ হোসেন ওরফে সাগর, মো. জাবেদ হোসেন, মো. ওয়াসিম আকরাম, মো. সাইদ হোসেন, দীপঙ্কর বিশ্বাস ও মো. শাহীন হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ৪টি চাকু জব্দ করা হয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ডিবির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট, গণপরিবহন, বিভিন্ন অনুষ্ঠানের আশপাশে সুযোগ বুঝে ডাকাতি করতো।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানার একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।