ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বোতল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
বোতল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বক্তাবলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বক্তাবলী বাজারস্থ কাপড়ের গলির আবদীন বেকারির ছাদে এ ঘটনা ঘটে।

বিল্লাল ওই এলাকার গোপাল নগরের আক্তার মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার বাবার নাম বজলুল শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১টায় আবদীন বেকারির ছাদে বোতল কুড়াতে যায় বিল্লাল। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।