ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
রাজধানীতে ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন ডিয়াবাড়ী থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন, মো. আইয়াস ও মো. উনাইস। তাদের দু’জনের বাড়ি চট্টগ্রামে।

মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তুরাগ থানাধীন ডিয়াবাড়ী এলাকার কালা মিয়া মার্কেট থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।