ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক বেলায়েত হোসেনের মায়ের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
সাংবাদিক বেলায়েত হোসেনের মায়ের ইন্তেকাল

নওগাঁ: বাংলাভিশন চ্যানেলের নওগাঁ প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ রানীনগর উপজেলার অলঙ্কার দিঘি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যুতে বেলায়েত হোসেন জানান, তার মা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর সকালে তিনি মারা যান। মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে বেলায়েতের মায়ের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস্যরা গভীরভাবে শোক জানিয়েছেন। পাশাপাশি নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশ সুপার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।