ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ৯৬ ফুট উচ্চতার কালী প্রতিমা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
মঠবাড়িয়ায় ৯৬ ফুট উচ্চতার কালী প্রতিমা!

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৬ ফুট উচ্চতার বড়দা কালী প্রতিমার পূজা অনুষ্ঠিত হচ্ছে।  

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমার পূজা   রোববার (০৬ ফেব্রুয়ারি) শেষ হবে।

প্রতিবছর সরস্বতী পূজার আগের দিন রাত থেকে তিন দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও সরস্বতী উৎসব ঘিরে দেশের দূর-দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে উপজেলা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে।

মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, ৩২ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালী পূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৬ ফুটের প্রতিমা নির্মিত হয়। এছাড়া ৯৮ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও এ বিশালকৃতির প্রতিমা দর্শনে দেশের দূর-দুরান্ত থেতে হাজার হাজার হিন্দু ধর্মালম্বী ভক্তরা অন্যান্য ধর্মের অনুসারী মানুষ এ উৎসব স্থলে সমবেত হচ্ছেন। এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলাও অনুষ্ঠিত হচ্ছে।

কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর বাংলানিউজকে জানান, ৩২ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবসন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর কালী পূজা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, এতো বড় কালী প্রতিমা এশিয়ার কোনো দেশে আছে কি না আমার জানা নেই, এটাই হয়তো এশিয়ার সবচেয়ে বড় কালী প্রতিমা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।