ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় মানবপাচার মামলায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
নগরকান্দায় মানবপাচার মামলায় গ্রেফতার ২

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মানবপাচার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নগরকান্দার নাওডুবি গ্রামের মানিক মাতুব্বরের ছেলে হান্নান মাতুব্বর (৫৫) ও একই গ্রামের হান্নান মাতুব্বর ছেলে তুহিন মাতুব্বর (২৬)।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিকালে ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।