ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১   

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১ 


 

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান, পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ইসরাফিল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের ছোট আচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ইসরাফিল বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

যশোর র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল সীমান্তে নাশকতামূলক কাজের উদ্দেশে সন্ত্রাসীরা একত্রিত হয়েছেন- এমন খবরের ভিত্তিতে বেনাপোল পৌর এলাকার ৮ নম্বর ছোট আঁচড়া ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইসরাফিল হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে ইসরাফিলকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।