ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে ৪৫ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ফুলবাড়ী সীমান্তে ৪৫ কেজি গাঁজা জব্দ ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পাচারের সময় অভিযান চালিয়ে ৮টি প্যাকেটে ভারতীয় ৪৫ কেজি গাঁজা ও ৪৭ বোতল নেশাজাতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোরকমন্ডল সীমান্ত থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে বিজিবি।

জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোরকমন্ডল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০ এর সাব পিলার ৯ এস এর পাশে গোরকমন্ডল ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।