ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কার্ণিশে আটকা পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
কার্ণিশে আটকা পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

বরিশাল: বহুতল ভবনের কার্নিশে আটকে পড়া বিড়ালকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (৬ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের কলেজ এভিনিউস্থ তৃতীয় গলির হেনা কুঞ্জ নামক ভবন থেকে বিড়ালটিকে উদ্ধার করেন তারা।

জানা গেছে, ওই ভবনের ভাড়াটিয়া মিম দীর্ঘদিন যাবত শখ করে একটি বিড়াল পুষছে। রোববার সকাল থেকে বিড়ালটি তৃতীয় তলার একটি বারান্দার ওপরের বাহিরের কার্নিশে চলে যায় এবং সেখানে আটকা পড়ে।

এরপর মিম পরিবারের লোকজনকে নিয়ে বিড়ালটিকে উদ্ধারে দীর্ঘক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দুপুরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উদ্ধার অভিযানে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ওয়াদুদ বলেন, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে নগরের কলেজ এভিনিউ এলাকায় এসে একটি পাচঁতলা ভবনের তৃতীয় তলার বাইরের কার্ণিশ থেকে একটি বিড়াল উদ্ধার করি। উদ্ধার কাজে তাদের ৬ সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।