ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
শপথ নিলেন গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউপি চেয়ারম্যান

গোপালগঞ্জ: ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত ১৫ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) মোসা. নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানগণ দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শপথ নেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সীমানা জটিলতার কারণে বাকী ৬টি ইউনিয়নের নির্বাচনে অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৪, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।