ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ভৈরবে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাপায় তামিম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তামিম উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা এবং হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাইসাইকেল চালিয়ে তামিম ভৈরব বাজারের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।  

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।