ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে ৮ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
মিঠামইনে ৮ কেজি গাঁজাসহ আটক ২ জব্দ গাঁজা, টাকা ও মোবাইলফোন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আট কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাফটারআওয়ার এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সানোয়ার হোসেন (৩৮) ও একই উপজেলার ইকরবলী এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৩২)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলের দিকে মিঠামইন উপজেলার নতুন বেড়িবাঁধ এলাকা থেকে মাদকবিক্রেতা সানোয়ার ও রহিমকে আটক করা হয়।  তাদের কাছ থেকে জব্দ করা হয় ৮ কেজি গাঁজা, ২ হাজার ৯২০ টাকা ও দুইটি
মোবাইলফোন।  

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠামইন থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।