ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের কান ধরে ওঠ-বস করানো ৪ পুলিশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
শিশুদের কান ধরে ওঠ-বস করানো ৪ পুলিশ প্রত্যাহার

ঢাকা: রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলতে চাওয়ায় শিশুদের ডেকে নিয়ে কান ধরে ওঠ-বস করানোর অভিযোগে কলাবাগান থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে ডিএমপির রমনা বিভাগ।

জানা গেছে, এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন সাহা ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, কান ধরে ওঠ-বস করানোর অভিযোগে চারজনকে কলাবাগান থানা থেকে প্রত্যাহার করে রাজাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনা তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল ফেরদৌসকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

** পুলিশের দখলে মাঠ, খেলতে যাওয়া শিশুদের ধরে এনে নির্যাতন!

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।