ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে বড় ভাইকে গলাটিপে হত্যা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
নবাবগঞ্জে বড় ভাইকে গলাটিপে হত্যা

ঢাকা: ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাই রফিক উদ্দিন কবিরাজকে (৫৫) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজের (৪০) বিরুদ্ধে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রফিক ও জাহাঙ্গীর উভয়ই ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের ছেলে।

নিহতের স্ত্রী আসমা বেগম বলেন, আমার ননদ কহিনুর ও দেবর জাহাঙ্গীরের মধ্যে পাওনা টাকা নিয়ে ঝামেলা ছিল। সেই পাওনা টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। রোববার দুপুরে আমার স্বামী ধানের বস্তা আনতে কহিনুরের ঘরে গেলে জাহাঙ্গীর তার গলা টিপে ধরে। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।