ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বাস-চান্দের গাড়ি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
মাধবপুরে বাস-চান্দের গাড়ি সংঘর্ষ, নিহত ১ দুর্ঘটনাকবলিত বাসটি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম ছায়েদ মিয়া (৫২)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার বাসিন্দা ও চান্দের গাড়িচালক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট থেকে কুমিল্লা যাচ্ছিল। শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা চান্দের গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ। এতে চান্দের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ছায়েদ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের দু’টি দল ঘটনাস্থল থেকে নিহত হতাহতদের উদ্ধার করে। আহত তিন জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।