ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে পীর হাবিবকে শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সুনামগঞ্জে পীর হাবিবকে শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা 

সুনামগঞ্জ: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিববুর রহমানকে নিজ জেলা সুনামগঞ্জে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী, স্বজন ও সহকর্মীরা।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ।

 

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।  

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা প্রশাসনসহ নানা শ্রেণীপেশার লোকজন ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
  
ঢাকার পর সুনামগঞ্জে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে দুপুর ২টা ২৫ মিনিটে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  

পরে বেলা ৩টায় মরহুরের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।  

বাংলাদেশে সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।