ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাসচাপায় অটোরিকশা চুরমার, প্রাণ গেল কিশোর চালকের  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
বাসচাপায় অটোরিকশা চুরমার, প্রাণ গেল কিশোর চালকের  

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি বাসের চাপায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছে অটোরিকশার চালক ১৪ বছরের কিশোর সজল।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।  

নিহত সজল লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার গোলাম সিংয়ের বাড়ির বাবুলের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সজল প্রতিদিনের মতো রোববার বিকেলেও সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে মান্দারী থেকে চন্দ্রগঞ্জ যাচ্ছিল। পথে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা নামক স্থানে বাসচাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় সজল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।