ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রলারডুবি: বঙ্গোপসাগরে আরও এক জেলের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
ট্রলারডুবি: বঙ্গোপসাগরে আরও এক জেলের মরদেহ 

বাগেরহাট: বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ইয়াকুব আলী বাওয়ালী নামে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (০৬ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে উঠে আসে ইয়াকুবের মরদেহ।

 

সোমবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে মরদেহ নিয়ে বাগেরহাট কেবি বাজারের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছন ইয়াকুবের ভাইয়ের ছেলে ইব্রাহিম আমানি। তবে এ মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো তথ্য নেই বন বিভাগের কাছে। এ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করল জেলেরা।

নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।

ইয়াকুবের ভাইয়ের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রোববার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এসময় জেলেদের জালে ইয়াকুবের মরদেহ উঠে আসে। এমন মৃত্যু আমাদের খুব কষ্ট দিচ্ছে।

জানা যায়, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮টি ট্রলার ডু্বে যায়। এসময় বেশ কয়েকজন জেলে নিখোঁজ হয় শনিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে জাহাজভাঙ্গা চর এলাকায় দুটি ট্রলারের মধ্য থেকে শেখ ও ইসমাইল শেখের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত অন্তত পাঁচ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।